 
                                            
                                                                                            
                                        
বরিশালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘন করায় মোবাইল কোর্ট অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।
বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় জেলা প্রশাসন বরিশালের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নিরুপম মজুমদারের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
২৯ আগস্ট, শনিবার সকালের দিকে নগরীর বটতলা বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘন করায় আলম ডিপার্টমেন্টাল স্টোর ও রওজা ডিপার্টমেন্টাল স্টোর নামক দুইটা প্রতিষ্ঠানকে ৫০০০ করে ১০০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
উক্ত মোবাইল কোর্ট অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষা ও গণসচেতনতা কার্যক্রম পরিচালনায় মেট্রোপলিটন পুলিশের একটি টিম সহায়তা প্রদান করেন।