বরিশালে মিথ্যা মামলায় ফাসানোর প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের মশাল মিছিল

লেখক:
প্রকাশ: ২ years ago

বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবীতে চলমান আন্দোলনের সংগঠক আলভী মাহমুদ ও মোহাম্মদ সানিকে কারণ দর্শানো ছাড়া আটক করে মিথ্যা মামলায় ফাসানোর প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল জেলা শাখার উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। নাজির মহল্লা থেকে শুরে করে নগরীর গুরুত্বপূর্ণ রাস্তাসমুহ ঘুরে শহীদ মিনারে এসে মশাল মিছিল শেষ হয়।

মিছিল শেষে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজয় শুভ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, পুলিশ গত বছরের ছাত্রলীগের মারামারির এক মামলায় আলভী মাহমুদ ও মোহাম্মদ সানিকে ফাসিয়ে প্রমাণ করেছে কোমলমতি  শিক্ষার্থীদের রাষ্ট্র তার শত্রু মনে করে। অনতিবিলম্বে ছাত্র নেতা আলভি মাহমুদ ও মোহাম্মদ সানিকে মুক্তি না দিলে শিক্ষার্থীরা তাদের সহযোদ্ধাকে মুক্ত করার জন্য দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তুলবে!