বরিশালে মাদক মামলার শাস্তি ১০ বছর কারাদণ্ড

লেখক:
প্রকাশ: ৬ years ago

বরিশালে মাদক মামলায় কবির শিকদার নামে একজনের ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৩১ মে) বরিশালের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন আসামীর অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত কবির শিকদার পটুয়াখালী জেলার বানিয়াকাঠি এলাকার সোহরাব শিকদারের ছেলে।

আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ২১ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ৮-এর সদস্যরা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর বাজারস্থ সড়কে অভিযান চালিয়ে কবিরকে আটক করেন।

এসময় তার কাছ থেকে ১৯৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাবের সদস্যরা বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। আগস্ট মাসে বাকেরগঞ্জ থানার এসআই আলী আজিম আসামীর বিরুদ্ধে চার্জশিট জমা দেন। অবশেষে ২০ জনের মধ্যে ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।