বরিশালে মাদক বিক্রেতার ১০ বছরের কারাদণ্ড

লেখক:
প্রকাশ: ৫ years ago

বরিশালে ইদ্রিস বরকান্দজ নামে এক মাদক বিক্রেতাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা ও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ইদ্রিস মাদারীপুর জেলার উত্তর রমজানপুর এলাকার মৃত আইউব আলী বরকান্দজের ছেলে। জামিনে বের হয়ে ইদ্রিস পলাতক রয়েছেন।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৫ অক্টোবর বরিশালের গৌরনদী পিংলাকাঠি বাজারে অভিযান চালিয়ে ইদ্রিসকে আটক করে পুলিশ। এসময় তার কাছে থেকে পাঁচশ’ পিস ইয়াবা জব্দ করা হয়।

এ ঘটনায় ওইদিনই গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) ছগির হোসেন বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। একই বছরের ৮ নভেম্বর আদালতে চার্জশিট জমা দেন থানার এসআই মাজহারুল ইসলাম।

মামলায় সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামির অনুপস্থিতিতে রায় ঘোষণা করা হয়। পাশাপাশি আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা ও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।