বরিশালের আগৈলঝাড়ায় ভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আটজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন বাগধা গ্রামের লিমা বেগম (১৭), তরিকুল ইসলাম (২৫), হেলেনা বেগম (৪০); সাতলা গ্রামের নাইম বিশ্বাস (১৭), অপূর্ব জয়ধর (৪৩) এবং ছবিখারপাড় গ্রামের দুলাল বাড়ৈ (৫০) ও আবুল বাশার (৫৫)।
জানা গেছে, গতকাল সন্ধ্যার পর উপজেলার বাগধা বাজারসংলগ্ন সড়কে ভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আটজন আহত হয়েছেন। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সমীরণ হালদার বলেন, আহত আটজনকেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে।