বরিশালে বেড়েছে করোনা আক্রান্তের হার

লেখক:
প্রকাশ: ৩ years ago

বরিশালে করোনায় আক্রান্তের হার বেড়েছে। শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের পরিসংখ্যান অনুযায়ী- আক্রান্তের হার ৪৪ শতাংশ প্রায়।

ল্যাবের পরিসংখ্যানে দেখা যায়, চব্বিশ ঘণ্টায় (বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত) বরিশাল বিভাগের ৬ জেলায় ৩৭৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে বরিশাল জেলাতেই রয়েছে ১৫০ জন। এরপর ঝালকাঠী জেলাতে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ৬৫ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, করোনার বর্তমান ধরণ প্রথমে সীমান্তবর্তী এলাকায় আঘাত হেনেছে। যার ধারাবাহিকতায় পিরোজপুর এবং ঝালকাঠী হয়ে বরিশাল জেলায় এই সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে।এক্ষেত্রে আগের ন্যায় স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া কোন বিকল্প নেই।