 
                                            
                                                                                            
                                        
বরিশালে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে পুলিশের এক এএসআইয়ের বিরুদ্ধে নালিশি অভিযোগ করেছেন এক তরুণী।
রোববার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগটি আসে বলে ওই ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী হুমায়ুন কবির জানান।
ট্রাইব্যুনালের বিচারক ইয়ারব হোসেন অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইকে নির্দেশ দিয়েছে।
আসামি মো. আল আমিন (৩১) বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাজগুরু গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে পটুয়াখালী জেলা পুলিশ লাইনসে কর্মরত।
ওই নারীর বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়।
অভিযোগের বরাতে ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী বলেন, বিবাদী আল আমিন ২০১৯ সালে গৌরনদী থানায় কনস্টেবল পদে চাকরি করেছেন। সে সময় ওই তরুণীর সঙ্গে ফেইসবুকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে এএসআই পদে পদোন্নতি পেয়ে আল আমিন পটুয়াখালী চলে যান।
অভিযোগে বলা হয়, ২০২২ সালের ৯ জুন ওই তরুণী আল আমিনের আহ্বানে বরিশাল নগরীর একটি পার্কে এসে দেখা করেন।
দিনভর পার্কে ঘুরে সন্ধ্যার পর নগরীর পোর্ট রোডের আবাসিক হোটেল সী প্যালেসে ওঠে রাতভর সেখানে অবস্থান করেন তারা। ওই রাতে আল আমিন বাদীকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ করেন; পরে বিয়ে করতে অস্বীকৃতি জানান। এ ঘটনায় ওই তরুণী বরিশাল রেঞ্জের ডিআইজির কাছেও অভিযোগ দিয়েছেন।