বিনা টিকেটে সংরক্ষিত এলাকা বরিশালের দূর্গাসাগরে প্রবেশের অপরাধে ৪ জনকে জরিমানা করছে ভ্রাম্যমান আদালত।
বৃহষ্পতিবার (২৩ মে) দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার অন্যতম পর্যটন স্থান দূ্র্গাসাগর দীঘি এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ভ্রাম্যমান আদালতের এ কার্যক্রম পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুম্পা ঘোষ জানান, মোবাইল কোর্ট পরিচালনা কালে বিনা টিকেটে সংরক্ষিত এলাকায় প্রবেশের অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক ৪ জনকে ২ শত টাকা করে জরিমানা করা হয়।
প্রাকৃতিক দর্শনীয় স্থান দূ্র্গাসাগর দীঘির সৌন্দর্য ও আইন শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।