 
                                            
                                                                                            
                                        
খান সাঈদ ॥ বরিশাল নগরীর রূপাতলী এলাকার ভাসানী সড়কে প্রতিপক্ষের ছুরির আঘাতে মামুন নামের একজন নিহত হয়েছে। আজ শুক্রবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হত্যার ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে বরিশাল নগরীর রূপাতলী ভাসানী সড়কের মৃধা বাড়ির রাব্বির সাথে দীর্ঘ দিন যাবৎ দ্বন্দ্ব চলে আসছে। এরই ধারাবাহিকতায় আজ ওই সময় বাসা থেকে মামুনকে ডেকে নিয়ে আসে রাব্বি।
ওই এলাকাই মৃধা বাড়ির সামনে এসে দু’জনের মধ্যে বাকবিতান্ডা চলে। একপর্যায়ে রাব্বি সাথে থাকা ছুরি দিয়ে মামুনকে আঘাত করে। এমন সময় মামুনের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে মামুনকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে যান কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম পিপিএমসহ বরিশাল মেট্টোপলিটন পুলিশের উর্ধতন কর্মকর্তারা। আরো জানা যায়, ওই এলাকার মৃত সোবাহান মৃধার ছেলে মামুনের(৩৬) সাথে রশিদ মৃধা ছেলে রাব্বি(৩০) সাথে একটি ঝামেলা চলে আসে।
এরই ধারাবাহিকতায় এঘটনা ঘটে বলে জানান, ঘটনাস্থলে থাকা কোতয়ালী মডেল থানার এএসআই মাসুম। তিনি আরো জানান, এঘটনায় অভিযুক্ত রাব্বিকে আটক করা হয়েছে।
এবিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থলে আছি এবং অভিযুক্তকে আটক করেছি। তদন্ত ছাড়া কোন মন্তব্য করা যায় না।