বরিশাল জেলায় দেওয়ানী ও ফৌজদারী আদালতে আইন কর্মকর্তা পিপি, এপিপি হিসাবে ১২৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব জিপি পিপি মো. আবদুস সালাম মন্ডল স্বাক্ষরিত ওই চিঠিতে পিপি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে এ কে এম জাহাঙ্গীরকে।
এছাড়া সহকারী পিপি ১২৯ জন। অপর দিকে মু. ইসমাইল হোসেন নেগাবান (মন্টু) সহকারী কৌঁসুলী নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন আনিছ উদ্দিন সহিদ, বরিশাল মহানগর দায়রা জজ আদালত।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে যারা নিয়োগ পেয়েছেন তারা হচ্ছেন- মজিবর রহমান-২, দেলোয়ার হোসেন দিলু, সৈয়দ গোলাম মাসউদ বাবলু, নাসির উদ্দিন খান, ফিরোজ মাহমুদ খান, এছাড়া বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন মো. লষ্কর নুরুল হক, মো. মুনসুর আহমেদ, ফয়জুল হক ফয়েজ, মো. মামুন চৌধুরী, এ কে এম আমিনুল ইসলাম সেন্টু, ইসতিয়াক আহমেদ রুবেল, সামসুল আলম সেলিম, আবদুল হাই মাহবুব, মো. সাইফুল আলম গিয়াস, মো. নাসির উদ্দিন ভুইয়া, দেলোয়ার হোসেন মুন্সি, সবুর আহমেদ, এম এ জলিল, সালাউদ্দিন সিপু, দেবাশীষ দাস, এম ফয়েজুল হক, মো. শরফুদ্দিন আহমেদ চৌধুরী, মো. কাইয়ুম খান সরকার, মো. রফিকুল ইসলাম খোকন, দেবাশিষ রায়, খান ওয়াহিদ উদ্দিন মাহমুদ সবুজ, মো. কবির সরদার, মো. সামসুজ্জামান নয়ন, সমির কুমার দত্ত, মো. নজরুল ইসলাম চুন্নু, এস এম রেজাউল হক মিলু, মাহমুদ হোসেন মাখন, মো. ফারুক মিরা, মাইনুল ইসলাম বাবুল, মো. সহিদ আজগর খান বাবুল,
মো. মামুন অর রশিদ, মো. জামাল হোসেন, আসাদুজ্জামান কচি, উজ্জল কুমার রায়, উত্তম কুমার চক্রবর্তী, মো. বেলায়েত হোসেন শরীফ হেলাল, মো. নাসির উদ্দিন মাঝি, নাজমা বেগম শিউলী, মো. আতিকুর রহমান রিয়াজ, মো. জসিম উদ্দিন, সাইফুল ইসলাম রিমন, মো. আঃ খালেক মনা, মো. মিজানুর রহমান টিটু, মো. বশির আহমেদ সবুজ, মো. গোলাম আসেক কবির তুষার, এস এম ফেরদৌস রিপন, আসাদুজ্জামান ফিরোজ, দেবাজিৎ ঘোষ, মো. আবুল কালাম আজাদ-৪, মো. এ বি এম ফকর উদ্দিন,
মুঈন উদ্দিন মাহাবুব আলম সিকদার, শংকর চন্দ্র ঘোষ, এইচ এম মিজানুর রহমান মিন্টু, উম্মে আসমা সেলি, এইচ এম মিজানুর রহমান পিকু, বাসব বড়াল, মো. আনোয়ার হোসেন মিজান, মো. মাইনুদ্দিনর ডিপটি, মো. ফাহাদ এম এ বাশার, মো. আতিকুর রহমান জুয়েল, সুমন চন্দ্র হালদার, মো. গিয়াস উদ্দিন আহম্মেদ নয়ন, মোসা, মোরসদা হক শিল্পী, মো. রবিউল ইসলাম রিপন, সুবিমল চন্দ্র দাস রিপন, মো. মোস্তাফিজুর রহমান রিপন, মো. মোস্তাফা জামাল খোকন সহ ১২৯ জনকে পিপি হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া অতিরিক্ত সহকারী কৌঁসুলী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ২৫ জনকে। এরা হচ্ছেন- স্বপন কুমার দত্ত, মজিবুর রহমান তালুকদার-২, মো. গোলাম কবির বাদল, বিপুল চন্দ্র রায়, মো. নিয়াজ মাহামুদ খান, কাজী মোসা. মঞ্জুরা বেগম, মোসা. হালিমা বেগম হেপী, বিটুল চন্দ্র সিংহ, মো. বাহাদুর শাহ, আশারাফী বেগম নিপা, রতন কুমার দাস, কমল দাস মুন্সি, মো. মাসুম খান, বিষ্ণু পদ মুখার্জী,
সৈয়দ আজমল হোসেন চৌধুরী, সাঈদা নাসরিন, মো. হুমায়ুন কবির হিমু, সুভাস চন্দ্র নাথ, কামরুন নাহার তনু, বাসুবেদ খাসকেল, অসীম কুমার সাহা, বসুদেব দাস, দুলাল চন্দ্র শীল, তাবাসসুম আক্তার সিমকি।