বরিশালে নুসরাত জাহান রাফির হত্যার প্রতিবাদে ও শাস্তির দাবিতে মানবাধিকার কমিশনের মানববন্ধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

নিজস্ব প্রতিবেদনঃ বাংলাদেশ মানবাধিকার কমিশন, বরিশাল মহানগর শাখার উদ্যোগে বরিশাল অশ্বিনীকুমার হল’র সামনে সকাল ১১টায় ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি’কে পুড়িয়ে হত্যার প্রতিবাদে এবং একইসাথে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করে।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন মহানগরের সভাপতি স ম ইমানুল হাকিম, নির্বাহী সভাপতি রেজিনা উল কবির, উপদেষ্টা রতন চৌধুরী, শেখ আবদুল্লাহ ইউসুফ মণি, সেক্রেটারি ও বিশেষ প্রতিনিধি (সদর দপ্তর) মোঃ আবু মাসুম ফয়সল, মাহফুজ পারভেজ, মোঃ আলম, নাজমুল, শাকিল, উপস্থিত ছিলেন কোতয়ালি শাখার সেক্রেটারি তানভির আহমেদ, এয়ারপোর্ট শাখার সভাপতি মুকুল চন্দ্র মুখার্জি, সেক্রেটারি মামুন, বন্দর থানার সভাপতি মোঃ পান্না বিশ্বাস, বাপ্পি, বি এম কলেজ শাখার সভাপতি আবির, সেক্রেটারি কৌশিক, ১৬ নং ওয়ার্ড সভাপতি জুম্মান।
এছাড়া শতাধিক মানবাধিকার কর্মী সহ প্রায় চার শতাধিক সাধারণ মানুষ আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে মানব বন্ধনে শরিক হয়ে খুনি সিরাজ উদ দৌলার সুষ্ঠ বিচার দাবি করেন।