 
                                            
                                                                                            
                                        
মনোনয়ন জমা কিংবা প্রতীক বরাদ্দ পাওয়ার আগেই নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগ মেয়র প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে নগর ভবন চত্ত্বর থেকে চকবাজার পর্যন্ত গণসংযোগ করেন তিনি। এ সময় তিনি পথচারীদের সাথে করমর্দন করেন এবং হাত উচিয়ে অভিবাদন জানান। গণসংযোগকালে ভোটারদের কাছে দোয়া কামনা করেন তিনি।
এ সময় মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আফজালুল করিম, সদস্য ফরহাদ বিন আলম জাকির, বরিশাল জেলা শ্রমিক লীগ সভাপতি মো. শাহজাহান হাওলাদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০টায় জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাত।
আগামী ১৬ মে বিসিসি নির্বাচনে মনোনয়ন জমার শেষ দিন। ২৬ মে প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচারণা করতে পারবেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী।