বরিশালে নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২৪ টি সেলাই মেশিন বিতরণ করলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার

লেখক:
প্রকাশ: ২ years ago

করোনা ভাইরাসের প্রভাবে মানুষ বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেকেই হয়েছে কর্মহীন আজ ৫ জুন দুপুর ১২ টায় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদফতর বরিশাল এর আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ২৪ জন অসহায় দুঃস্থ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল আল-মামুন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন প্রাবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, নির্বাহী পরিচালক সেইন্ট বাংলাদেশ কাজী জাহাঙ্গীর কবিরসহ আরও অনেকে।

শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার দুঃস্থ অসহায় নারীদের মাঝে ২৪ টি সেলাই মেশিন বিতরণ করেন। এসময় থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত জান্নাতুল ফেরদাউস শিশির তার লেখা বই অস্তিত্বে তেতুলিয়া বইটি জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার এর হাতে তুলে দেন। পাশাপাশি বিনা অপরাধে জেল খাটা পেয়ারা বেগম দীর্ঘদিন কারাভোগের পর জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর সহযোগিতায় মুক্তি পেয়ে নতুন জীবন শুরু করেন। তাকে কাড়া মুক্ত করে সেলাই মেশিন উপহার দিয়েছিলেন।এমনকি পেয়ারা বেগমের বিয়ের সময় সরকারি অনুদান ছাড়ার নিজে অর্থ দিয়ে সাহায্য করেছিলেন। আজ পেয়ারা বেগম তার স্বামীকে সাথে নিয়ে নিজ হাতে তৈরি করা নকশীকাতা তুলে দেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের হাতে।