শামীম আহমেদ ॥ বরিশালের হিজলা মুলাদী উপজেলার মধ্যবর্তী নয়াভাঙ্গলী নদীতে বজ্রপাতের ঘটনায় শামীম (৩৪) নামের এক পেয়ারা ব্যবসায়ী নদীতে পড়ে নিখোঁজ হয় ।
স্থানীয়রা ও পুলিশ দিনব্যাপি তল্লাশী চালিয়ে ব্যার্থ হয়। পরবর্তীতে ৯ ঘণ্টা পর লঞ্চ যাত্রীরা নদীতে একটি লাশ ভাসতে দেখে থানায় অবহিত করা হলে পুলিশ রাত্র পোনে ৮ টারদিকে তার মৃতদেহ উদ্ধার করে।
জানা গেছে ঝালকাঠীর স্বরূপকাঠি থেকে পেয়ারা নিয়ে এসে মুলাদী হয়ে হিজলার হরিনাথপুর ইউনিয়নের দিকে নৌকায় করে পেয়ারা নিয়ে চার জনে বিক্রি করার জন্য যাচ্ছিল।
এসময় লিটন মল্লিক,খালেক মল্লিক,সুজন মল্লিক ও শামীম পেয়ারার নৌকায় ছিল এদের মধ্যে একমাত্র শামীম বাদে তিনজনই নৌকার ভিতরে থাকার কারনে অক্ষত ও সুস্থ আছেন।
সকাল ৯টারদিকে হিজলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ঘোসেরচর সুইজগেট নামকস্থানে বৃষ্টিপাতের সময় হঠাৎ বজ্রাঘাতে শামীম নৌকা থেকে নয়াভাঙ্গনী নদী পড়ে নিখোঁজ হয়।
মুলাদী থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ মৃধা জানায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একটি লাশ নদীতে ভাসতে দেখে আমাদের খবর দিলে আমরা লাশ উদ্ধার করি কিন্তু এটা বজ্রপাতে নিকষ মেলা স্কিন এখনো শনাক্ত করা হয়নি