বরিশালে নতুন করে সরকারি হলো ২৪টি কলেজ

লেখক:
প্রকাশ: ৬ years ago

মেহেদী হাসান সাকিব:নতুন করে দেশের ২৭১টি কলেজকে সরকারি করা হয়েছে,এদের মধ্যে ২৪ টি কলেজই বরিশাল বিভাগীয় অঞ্চলের। এ বিষয়ে গতকাল রোববার প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই সরকারীকরণ এর মাধ্যমে শিক্ষক প্রশিক্ষণ কলেজ, সরকারি আলিয়া মাদ্রাসাসহ সরকারি কলেজের সংখ্যা ৩ ২৭ থেকে ৫৯৮ হলো।

জাতীয়করণ হওয়া কলেজের শিক্ষকদের মর্যাদা কি হবে তা নিয়ে গত ৩১ জুলাই একটি বিধিমালাও জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহত্তর বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় সরকারী কলেজসমূহ:

বরিশাল জেলার অাগৈলঝাড়ার শহীদ অাব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ,হিজলার হিজলা ডিগ্রী কলেজ,মেহেন্দীগঞ্জের পাতারহাট আরসি কলেজ, মুলাদীর মুলাদী কলেজ,উজিরপুর শেরে বাংলা ডিগ্রী কলেজ, বাবুগঞ্জ অাবুল কালাম ডিগ্রী কলেজ। ভোলা জেলার তজুমদ্দিনের তজুমদ্দিন ডিগ্রী কলেজ, দৌলতখানের দৌলতখান অাবু অাবদুল্লাহ কলেজ,বোরহান উদ্দিনের অাব্দুল জব্বার কলেজ, মনপুরার মনপুরা ডিগ্রী কলেজ।

ঝালকাঠী জেলার কাঠালিয়ার তফাজ্জল হোসেন (মানিক মিয়া) ডিগ্রী কলেজ, নলছিটির নলছিটি ডিগ্রী কলেজ,রাজাপুরের রাজাপুর ডিগ্রী কলেজ। পিরোজপুর জেলার কাউখালীর কাউখালী মহাবিদ্যালয়,নাজিরপুরের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়। পটুৃয়াখালী জেলার দশমিনার অাবদুর রশিদ তালুকদার ডিগ্রী কলেজ, গলাচিপার গলাচিপা ডিগ্রী কলেজ, মির্জাগঞ্জের সুবিদখালী ডিগ্রী কলেজ, দুমকির জনতা কলেজ, রাঙ্গাবালির রাঙ্গাবালি কলেজ, কলাপাড়ার মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রী কলেজ।

বরগুনা জেলার তালতলীর তালতলী ডিগ্রী কলেজ, পাথরঘাটার হাজী জালাল উদ্দিন মহিলা ডিগ্রী কলেজ, বামনার বামনা ডিগ্রী কলেজ।