বরিশালে নগরীর সদর রোডের অনামিলেনে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বসত ঘর পরিদর্শন করেন জেলা প্রশাসক

লেখক:
প্রকাশ: ৫ years ago

আজ ১৩ জুলাই দুপুর ১২ টায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বরিশাল, মোঃ শহিদুল ইসলাম সদর রোডের অনামিলেনে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বসতঘর পরিদর্শন করেন। এসময় তার সাথে ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর ও সহকারী কমিশনার (ভূমি) বরিশাল, উর্মি ভৌমিক, পিআইও বরিশাল সদর উপজেলা কামরুজ্জামান।
জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলেন তাদের খোজ খবর নেন। পাশাপাশি অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া পরিবারকে সান্তনা দিয়ে তাদের সব ধরনের সহযোগিতা দেয়ার আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য গত ১২ জুলাই সকাল পৌনে ৮টার দিকে নগরের সদর রোডের অনামী লেনে এ ঘটনা ঘটে। দমকল বাহিনী আসার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়েছেন। পুড়ে যাওয়া ঘরগুলোর মধ্যে তিনটিতে ভাড়াটিয়া আর একটিতে মালিক ডা. মোস্তাক ডালি বসবাস করতেন। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট চেষ্টা চালিয়ে ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পুড়ে গেছে চারটি বসত ঘর। এতে প্রায় কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।