বরিশালে নগরীতে ঠিকাদারী কাজে অংশ নেয়ায় মারধরের হুমকি-থানায় জিডি

লেখক:
প্রকাশ: ৬ years ago

স্টাফ রিপোর্টার : বরিশাল নগরীতে কাজের টেন্ডারে অংশগ্রহণ করায় এক ঠিকাদারকে ভয়ভীতি দেখিয়ে হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মোঃ সজীব হোসেন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। ডায়েরী নং- ৪৩৯।
ডায়েরী সূত্রে জানা যায়, নগরীর ২৩নং ওয়ার্ডের বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে মোঃ সজীব হোসেন সোমবার (৮এপ্রিল) দুপুরে ভাটারখাল গনপূর্ত অধিদপ্তরে র‌্যাব-৮ এর সেন্ট্রি পোষ্ট ও শেবাচীম মেডিকেলের মডালাইজেশন সাব স্টেশন এর কাজের টেন্ডার এ অংশগ্রহণ করতে যায়। এসময় নগরীর দক্ষিণ আলেকান্দা আশেক আলী কন্টেকটার গলির গফুর মিয়ার ছেলে রিসাদ (২৫) ঐ কাজে অংগ্রহণ করার জন্য সজীবকে অকথ্য ভাষায় গালাগালি করে ও হুমকি প্রদান করে। একই সাথে সজীবকে কোন কাজে সাইডে দেখলে মারধর করার হুমকিও প্রদান করে রিসাদ। এ ব্যাপারে সজীব হোসেন প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন।