নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ এর সর্ববৃহৎ বাইকিং গ্রুপ দেশি বাইকার এর ৫ লক্ষ্য সদস্য পূর্তিতে বরিশালে এক আনন্দ আয়োজন অনুষ্ঠিত হয়।
গতকাল ১০ নভেম্বর ২০২৩ তারিখ বরিশালের একঝাক বাইকারদের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল দেশি বাইকার এর ৫ লক্ষ্য সদস্য পূর্তিতে আনন্দ আয়োজন । বরিশাল নগরীর বিনোদন কেন্দ্র নামে পরিচিত ৩০ গোডাউন নদীর পাড়ে দেশি বাইকার এর ৫ লক্ষ্য সদস্য পূর্তিতে বিকাল ৪টা ৩০ মিনিটে এই আনন্দ আয়োজন করা হয়। এ সময় কেক কেটে এই ৫ লক্ষ্য সদস্য পূর্তি আনন্দ আয়োজন শুরু করা হয়। উক্ত আয়োজনে ৫০ এর অধিক বাইকার উপস্থিত ছিলেন। প্রথমে কেক কাটা হয় তারপর সবার সাথে সবার পরিচিতি বিনিময় হয়। এরপর সবার অংশগ্রহণে আড্ডা অনুষ্ঠিত হয়।
বরিশাল সদর, বাকেরগঞ্জ, গৌরনদী, আগৈলঝারা, টরকি, ঝালকাঠি এবং পটুয়াখালী থেকেও বাইকাররা এসে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সবার দীর্ঘ দিনের চাওয়া ছিল বরিশালে একটা আয়োজন হোক সেটা হওয়াতে সকল বাইকারা খুশি। তাদের দাবি বরিশালে অতি দ্রুত দেশি বাইকার এর অফিসিয়াল প্রতিনিধী দেয়া হোক।
দেশি বাইকার এর একজন সদস্য তৌসিফ ইসলাম শাওন বলেন, আমরা অনেক দিন ধরে বরিশালের অনেক বাইকার দেশি বাইকার সাথে আছি। আমরা বরিশাল এর বিভিন্ন বাইকারদের নিয়ে নিয়মিত আড্ডা আয়োজন করি। তাদের নিয়ে বিভিন্ন স্থানে ট্যুর দিয়ে থাকি। আমাদের কাছে কে কি বাইক চালায় সেটা বড় না, বরং সবাই সেফটি মেইন্টেন করে বাইক চালায় কি না সেটা বড় বিষয়। তাই সবার সেফটির দিকে আমরা আগে নজর দেই। বরিশালে যেহেতু আমাদের কোন অফিসিয়াল প্রতিনিধি নেই তাই আমরা দেশি বাইকার এর এডমিন এবং পরিচালক দেওয়ান সোহান ভাইয়ের কাছে আবেদন জানাই বরিশালে অতি দ্রুত দেশি বাইকার এর অফিসিয়াল প্রতিনিধী দেয়া হোক।
দেশি বাইকার এর অন্য এক সদস্য ইফতেখার আহমেদ ফয়সাল বলেন, আমাদের বরিশালে অনেক বাইকার আছেন যারা একটিভ। আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি আরো নতুন নতুন বাইকারদের অংশগ্রহণের মাধ্যমে বরিশালকে আরো একটিভ করতে। আমাদের মূল লক্ষ্য হল বরিশালের বাইকাররা আরো দ্রুত এগিয়ে যাক। আর আমাদের বরিশালে অনেক একটিভ দেশি বাইকার আছে। তাই আমি দেশি বাইকার এর এডমিন দেওয়ান সোহান ভাইয়ের কাছে আবেদন জানাই বরিশালের একটিভ দেশি বাইকারদের টিশার্ট দেয়ার ব্যবস্থা করা হোক।
দেশি বাইকার এর অন্যতম সদস্য সাইদুর রহমান মুন্না বলেন, দেশি বাইকার এর একজন সদস্য হিসেবে নিজে অনেক গর্ব অনুভব করি। আমরা চাই দেশি বাইকার এর এডমিন দেওয়ান সোহান ভাইয়ের হাত ধরে আমাদের বরিশাল সামনের দিকে এগিয়ে যাক। আমাদের বরিশালে অনেক বাইকার আছেন কিন্তু আমাদের কাছে দেশি বাইকার গ্রুপের স্টিকার নেই তাই দেওয়ান সোহান ভাইয়ের কাছে আবেদন যানাই আমাদেরকে পর্যাপ্ত স্টিকার প্রদান করতে।
পটুয়াখালী থেকে আগত দেশি বাইকার সদস্য ইমরান নাজীর বলেন, আলহামদুলিল্লাহ্ সকলের প্রচেষ্টায় আমাদের এই ৫ লক্ষ্য সদস্য পূর্তি আনন্দ আয়োজন সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে। আমরা চাই এইভাবেই বাইকার বাইকার ভাই ভাই শ্লোগানে এক হয়ে থাকতে।
দেশি বাইকার গ্রুপের সদস্য ফয়সাল, মুন্না, খুশব, শাওন, তুলি, রেদোয়ান, ইমরান, মুমিন, ইশতিয়াক, এনি, নেহাত ফয়সাল, শাহিন, শহিদুল, বাপ্পি, মুসা, খোকোন, রাকিব, তুহিন, মুহাম্মদ আল ফোরকান, আকাশ, তাফসির, ফয়সাল, আশিক, রিমা, আদুরি, শান্ত, শিল্পী, শাহাবুদ্দিন, ধিমান, মো: মুসা, মাহিন, আনিক, বাবলি, সালমান, আরমান, হাবিবুল্লাহ, সাকিব, রুবাইয়াত আশিক, বাবু, শাহাদাত শুভ, নাঈম, মিদুল সহ আরো অনেক বাইকার সদস্য কেক কাটায় অংশ গ্রহণ করেন।