বরিশালে তিন শিক্ষার্থী হত্যার বিচারসহ বিভিন্ন দাবীতে বিক্ষোভ মানববন্ধন

লেখক:
প্রকাশ: ৭ years ago

বরিশাল নগরীতে ডিসেম্বর মাসে কলেজ ছাত্রী সহ তিন শিক্ষার্থী হত্যাকারীদের গ্রেপতার করে বিচারের আওতায় আনা এবং বস্তিবাসী ভূমিহীনদের সন্তানদের স্কুল-কলেজে বেতন মওকুফ, প্রশ্ন পত্র ফাঁস বন্ধ, কোচিং বানিজ্য বন্ধ করার দাবীতে নগরীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল জেলা শাখা।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট্রের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একর্মসূচি পালন করে।
আজ রবিবার সকাল ১১টায় নগরীতে বিভিন্ন সড়কে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে তাদের দাবী আদায়ের লক্ষে বিক্ষোভ মিছিল করে।
এর পূর্বে নগরীর প্রান কেন্দ্র সদররোড অশ্বিনী কুমার টাউন হলের সম্মুখে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা শাখার সভাপতি শন্তুমিত্রের সভাপতিত্বে মানববন্ধ কর্মসূচি পারনকালে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা শাখার সদস্য সচিব ডাং মনিষা চক্রবর্তী,(ববি’)র সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি হাসিবুল ইসলাম,নুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেনীর শিক্ষার্থী তানভীর রহমান,সমাজ ছাত্রফ্রন্টের জেলা শাখার সংগঠক মতিউর রহমান,নিহত শিক্ষার্থী আবু সালেহ মামাতো ভাই সাইফুল ইসলাম খাঁন,সমাজতান্ত্রিক দলের আইন বিষয়ক সম্পাদক এইচ এম ইমন, বিএম কলেজ শাখার সদস্য সাগর দাস,সমাজতান্ত্রিক মহিলা দল সভাপতি জোহরা রেখা,ইমাম হোসেন,নাসরীন আক্তার টুম্পা ও বদরুজ্জা সৈকত প্রমুখ।

বক্তারা এসময় বলেন শিক্ষাকে আজ সারা দেশে কাঁচা পন্যের ন্যায় বেচাকেনা করা হচ্ছে তাই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা ব্যাবস্থা ফিরিয়ে আনার জন্য সকলকে ঐক্যবদ্ব ভাবে এগিয়ে আসার জন্য আহবান জানান।