 
                                            
                                                                                            
                                        
বরিশাল নগরীতে ডাস্টবিন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
রোববার (০৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে নগরীর মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন বিআইডব্লিউটিএ এর মূল গেটের সামনের ফুটপাতের ডাস্টবিনে বাজারের ব্যাগ খুলে এ নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিআইডব্লিউটিএ দারোয়ান মোঃ সুজন বলেন, রোববার সকালে ডাস্টবিনে একটি বাজারের ব্যাগে মোড়ানো দেখা যায়। কিন্তু কেউ সাহস করে ব্যাগ খুলেনি। অবশেষে পুলিশ এসে ব্যাগের ভেতরের থাকা নবজাতকের মরদেহ উদ্ধার করে।
বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার পুলিশের এএসআই সবুজ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ৭/৮ মাসের এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।