বরিশালে ট্রাফিক পুলিশের অভিযান,২ টি মাইক্রোবাস আটক

লেখক:
প্রকাশ: ৫ years ago

বরিশালে লকডাউন কার্যকর করতে নগরীর প্রবেশদ্বার নথুল্লাবাদে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদারের নের্তত্বে অভিযান চালিয়েছে পুলিশ।

শনিবার (৯মে) সকাল ১০ টায় এ অভিযান পরিচালিত হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদার জানান, পটুয়াখালী থেকে ঢাকাগামী ২ টি মাইক্রোবাস নথুল্লাবাদ বাস স্টান্ড থেকে যাত্রী পরিবহন করার সময় গাড়ী দুটিকে আটক করা হয়।

এছাড়াও ১ টি প্রাইভেট কার সহ ১১ টি মোটর সাইকেল চালকের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।

এ সময় উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদার আরও জানান,সাধারনত রাত ১০ টার পরে ট্রাফিক পুলিশের ডিউটি থাকেনা।এই সুযোগে কিছু গাড়ী চলাচল করছে বলে শোনাগেছে।সরকার ঘোষিত লকডানউন কার্যকর করতে এখন থেকে নথুল্লাবাদ এলাকায় একজন সার্জেন্ট সহ ট্রাফিক পুলিশ রাত ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত দ্বায়িত্ব পালন করবে।

এ সময় অভিযানে আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ট্রাফিক (উত্তর) এ কে এম ফায়েজুর রহমান,ট্রাফিক পুলিশের টি আই বিদ্যুত চন্দ্র দে, টি আই আই আঃ রহিম প্রমুখ।