আগামীকাল শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে বিশেষ অভিযান চালিয়ে বরিশালের ৩টি কোচিং সেন্টার বন্ধ করে দিয়েছে প্রসাশন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুসেইন খানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত আজ বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বরিশাল নগরীর নতুন বাজার ও বগুড়া রোড এলাকায় অভিযান চালিয়ে ৩টি কোচিং সেন্টার বন্ধ করে দেয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠানের লক্ষ্যে শিক্ষা মন্ত্রনালয় ২৯ মার্চ থেকে এইচএসসি পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেয়। তারপরও বরিশালে অনেকস্থানে কোচিং চলছে। এর প্রেক্ষিতে নতুন বাজারের ফেইথ এবং বগুড়া রোডের স্টুডেন্ট ও শিখন কোচিং সেন্টারে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় কোচিং সেন্টার কর্তৃপক্ষ তাদের কার্যক্রম বন্ধ রাখার মুচলেকা দিয়ে ক্ষমা চায়। পরে তাদের সতর্ক করে দেওয়াসহ কোচিং সেন্টার বন্ধ করে দেওয়া হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসেইন খান।