বরিশালে জমি লিখে না দেওয়ায় স্বামীকে কুপিয়ে হত্যা, স্ত্রী গ্রেফতার

লেখক:
প্রকাশ: ২ years ago

বরিশাল নগরীতে পারিবারিক কলহের জেরে স্বামীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরু‌দ্ধে।

ঘটনার পর পুলিশ স্ত্রী জাফরিন আরা পপিকে (৪০) গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত বটি।

সোমবার রা‌তে নগরীর পলাশপুর এলাকার নিজ বাড়িতে এই ঘটনা ঘ‌টে।

হত্যার শিকার ইকবাল ক‌বির (৫৫) বরিশাল নগরের পলাশপুর ৫ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর গুচ্ছগ্রাম রোডের দলিল উদ্দিন স্কুল সংলগ্ন মৃত দে‌লোয়ার হো‌সে‌নের ছে‌লে।

দেলোয়ার পূর্বে লঞ্চের সুকানী ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা। অর্ধ-পক্ষাঘাতগ্রস্ত হওয়ার পর বৌ-বাজার এলাকার অটোরিকশা চার্জ ও ভাড়া দেয়ার ব্যবসা করতেন। ইকবালের দুই মেয়ে রয়েছে।

কাউনিয়া থানার ওসি (তদন্ত) হরিদাশ নাগ জানান, পারিবারিক বিষয় নি‌য়ে রাত সাড়ে ৯টার দিকে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। রাত ১০টার দিকে বাসার ছাদে বসা ছিলেন ইকবাল। এ সময় পেছন থেকে ইকবালকে বটি দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়েছেন স্ত্রী পপি। ইকবালের ডাকচিৎকার শুনে স্বজনরা উদ্ধার করে প্রথমে শের-ই বাংলা মেডিক‌েল কলেজ হাসপাতালে নেয়। চিকিৎসকেরা তাকে ঢাকা পাঠিয়ে দেন। ঢাকা নেওয়ার পথে মারা যান ইকবাল।

তিনি আরও জানান, পরে তার মরদেহ বরিশাল শের-ই বাংলা মেডিক‌েল কলেজ হাসপাতাল মর্গে এনে রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রী পপি স্বীকার করেছেন- জমি ও ভবন তার নামে লিখে না দেওয়া নিয়ে তাদের ঝগড়া হয়। এর জেরে ক্ষিপ্ত হয়ে কুপিয়েছেন।

এ ঘটনায় নিহত ইকবালের ভাতিজা মো. সোহাগ বাদী হয়ে মামলা করবেন বলে জানিয়েছেন।