 
                                            
                                                                                            
                                        
ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ গ্রেফতার সব ছাত্রনেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের ব্যানারে এই বিক্ষোভ মিছিল করে মহানগর ছাত্রদল।
রোববার (২৯ আগস্ট) বেলা ১২টার দিকে নগরের কলেজ এভিনিউ সড়কের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি সিঅ্যান্ডবি রোড হয়ে টিটিসি এলাকায় গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ি, নাইমুল হাসান সোহেলসহ অন্যান্যরা।
এদিকে জেলা ছাত্রদলের নেতা সবুজ আকনের নেতৃত্বে নগরের ফকিরবাড়ি রোড থেকে একই দাবিতে একটি মিছিল বের হয়। মিছিলটি সদররোড হয়ে দলীয় কার্যালয়ের দিকে অগ্রসর হলে পুলিশ তাতে বাধা দেয় এবং ব্যানার ছিনিয়ে নেয়।