বরিশালে গৃহবধূ হত্যা মালায় প্রধান আসামী গ্রেপ্তার

লেখক:
প্রকাশ: ৪ years ago

শামীম আহমেদ: বরিশালে পাওনা টাকার জন্য গৃহবধূকে ছাবিনা বেগমকে হত্যা করে লাশ ড্রামে ভর্তি করে নিয়ে যাওয়ার ঘটনায় মামলায় প্রধান আসামী আ. খালেক হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন( পিবিআই)। এনিয়ে শুক্রবার বেলা সাড়ে এগারোটায় সংস্থার কার্যালয় নগরীর রূপাতলীতে সংবাদ সম্মেলন করে।

এখানে পিবিআইর পুলিশ সুপার মো. হুমায়ুন কবির বলেন, সাবিনার কাতার প্রবাসী স্বামী সহিদুল ইসলামের কাছে টাকা পাওনা ছিল খালেকের। এর জের ধরে ২০ নভেম্বর ছাবিনা বেগমকে ডেকে এনে নগরীর কাশিপুর এলাকায় হত্যা করে সন্ধ্যার পর লাশ ড্রামে করে বাসযোগে গৌরনদীর ভুরঘাটায় নিয়ে যায়। সেখানে লাশ ভর্তি ড্রাম রেখে খালাক সটকে পড়ে। বাসের স্টাফ ড্রাম খুলে নারীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এঘটনায় মামলা হলে পিপিবআই ২৩ নভেম্বর তদন্তের ভাড় নেয়। তাদের প্রযুক্তি ব্যবহার করে বৃহস্পতিবার রাতে মামলার প্রধান আসামী আ.খালেক হাওলাদারকে সদর উপজেলার হিজলতলা থেকে গ্রেপ্তার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে নির্মানাধীন ভবনে দাড়োয়ানের কাজ করা আ.খালেক।