 
                                            
                                                                                            
                                        
বরিশালে কোভিড ১৯ বিষয়ক সংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় নগরের পুলিশ লাইন রোড সেলিব্রেশন পয়েন্টে সম্পর্কের নয়া সেতু নামক এনজিও এই সভার আয়োজন করে। সভায় বরিশালের হিজড়া জনগোষ্ঠির স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন , বরিশার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপ পরিচালক ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল, বরিশাল সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুহিবুল, বরিশাল শহর সমাজ সেবা কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ, আইনী সহয়তা কেন্দ্র ব্লাষ্টের কো অডিনেটর সাহিদা তালুকদার, সম্পর্কের নয়া সেতুর সভাপতি জয়া সিকদার প্রমুখ।
সভায় জানানো হয়, সম্পর্কের নয়া সেতু ২০১০ সালে বাংলাদেশে লিঙ্গ বৈচিত্রময় জনগোষ্ঠির একটি অলাভজনক, বেসরকারি কমিউনিটি বেজড সংগঠন হিসেবে
আত্মপ্রকাশ করে।
রুপান্তরিত নারী, হিজড়া, এবং লিঙ্গবৈচিত্র্যময় মানুষের মানবাধিকার, স্বাস্থ্যসেবা, আইনী অধিকার পলিসি তৈরীতে স্থানীয় ও জাতীয় পর্যায়ে কাজ করছে সংগঠনটি। করোনা মহামারির সময় লিঙ্গ বৈচিত্রময় জনগোষ্ঠির ও হিজড়াদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার কাজ করেন তারা। সভায় বরিশার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপ পরিচালক ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, সমাজের কোন গোষ্ঠিই এখন আর পিছিয়ে নেই।
অধিকার আদায়ের লক্ষে যে যার অবস্থান থেকে কথা বলছে। তবে লিঙ্গ বৈচিত্রময় জনগোষ্ঠির ও হিজড়ারা যাতে সঠিক স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত না হয় সেবিষয়ে গুরুত্ব সহকারে দেখা হবে।
এসময় তিনি এই জনগোষ্ঠির সকলকে টিকা নেওয়ার আহবান জানান। এবং যারা এখনো টিকা গ্রহন করেনি তাদেরকেও টিকা নেওয়ার পরামর্শদিতে আহবান জানান। বরিশাল শহর সমাজ সেবা কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ বলেন, বর্তমান সরকার হিজড়া জনগোষ্ঠির জন্য ভাতাও অনান্য সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে।
এদেরকে এখন দির্ঘ মেয়াদি প্রশিক্ষনের ব্যবস্থা করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে যে সকল সুযোগ সুবিধা রয়েছে তা সমাজ সেবা কার্যালয়ের মাধ্যমে প্রদান করা হচ্ছে। সভা সুত্রে জানাযায়, বরিশালে মোট ৮৬ জন হিজড়া রয়েছে। লিঙ্গ বৈচিত্রময় জনগোষ্ঠির সংথ্যা প্রায় ৬০০। সভায় আরো উপস্থিত ছিলেন, মোঃ তপু ইসলাম, মোঃ রফিকুল ইসলাম সহ অনান্যরা।