 
                                            
                                                                                            
                                        
বরিশালের মুলাদীতে নির্মাণাধীন মডেল থানা ভবনের একাংশ ধসে পড়েছে। এসময় এক শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢালাই দেয়ার পর পরই থানার মূল ভবনের ছাদের সামনের অংশ ধসে পড়ে।
সংবাদ পেয়ে মুলাদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির হোসেন ধসে পড়া ভবনের স্থান পরিদর্শন করেন এবং যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি রির্পোট করবেন বলে জানান।
মুলাদী থানা পুলিশের ওসি জিয়াউল আহসান জানান, গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে প্রায় ৪ কোটি টাকার থানার মডেল ভবনের নির্মাণ কাজ চলছে। মেসার্স মোদাচ্ছের আলী মল্লিক এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি করছে। ওই প্রতিষ্ঠানের ঠিকাদার শাহীন মিয়া বরিশাল গণপূর্ত অফিসকে না জানিয়ে সকালে গণপূর্ত বিভাগের এসও মিজান ও কার্য সহকারী হেমায়েত উদ্দীনের যোগসাজসে মূল ভবনের ঢালাই কাজ শুরু করেন। বেলা আড়াইটার দিকে গণপূর্ত বিভাগের কর্মকর্তাদের সামনেই ভবনের সামনের অংশ ধসে পড়ে।
গণপূর্ত বিভাগের এসও মিজান জানান, নিম্নমানে সাটারিং ব্যবহার করায় ঢালাই দেয়ার সময় ভবনের একাংশ ধসে পড়েছে। সাটারিংয়ের কাঠ, বাঁশ ও অন্য সামগ্রী সরকারহকারী ও ঠিকাদারের গাফেলতি ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে?
গণপূর্ত বিভাগের বরিশাল অফিসের নির্বাহী প্রকৌশলী রিপন বিশ্বাস জাগো নিউজকে জানান, মুলাদী থানা ভবনের ছাদ ঢালাইয়ের বিষয়ে তিনি অবহিত নন। বরিশাল অফিসকে না জানিয়ে ঠিকাদার কী কারণে ঢালাই দিয়েছে, সেই বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলে জানান।