 
                                            
                                                                                            
                                        
বরিশালের আগৈলঝাড়ায় তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী কামাল সরদারকে ইয়াবা ও গাজাঁসহ গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
থানার অফিসার ইনচার্জ মো. গোলাম ছরোয়ার জানান, গোন সংবাদের ভিত্ততে উপজেলার রাজিহার ইউনিয়নের কাজিরগ্রাম নামক স্থান থেকে ছাদের আলী সরদারের ছেলে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী কামাল সরদারকে ৪০পিচ ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ এসআই আলী হোসেন মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করেন।
এ ঘটনায় এসআই আলী হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বুধবার সকালে মামলা দায়ের করেছেন, যাহার মামলা নং-০২ ।
গ্রেফতারকৃত কামালকে বুধবার দুপুরে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।