১৫ জুন মঙ্গলবার দুপুর ১২ টায় উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প (ইএসডিপি) জেলা প্রশিক্ষণ কেন্দ্র বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের অফিস কক্ষে ইএসডিপি এর উদ্যোক্তা সৃষ্টি প্রশিক্ষণ কার্যক্রমের সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।
এসময় আরও উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ মেজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল, সুব্রত বিশ্বাস দাস, প্রশিক্ষক ইএসডিপি প্রকল্প বিডা মোঃ আবরারুল হকসহ বিভিন্ন অতিথি বৃন্দরা। পরে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার ইএসডিপি এর উদ্যোক্তা সৃষ্টি প্রশিক্ষণ কার্যক্রমের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন।