 
                                            
                                                                                            
                                        
অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে পাল্টাপাল্টি ঝাড়ু মিছিল করেছেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দু’পক্ষের সমর্থকরা। বুধবার (২৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত পাল্টাপাল্টি এ ঝাড়ু মিছিল হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা দুইভাগে বিভক্ত। একটি পক্ষের নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ। অপরপক্ষের নেতৃত্বে রয়েছেন জেলা আওয়ামী লীগের এক শীর্ষ নেতা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মেহেন্দিগঞ্জে ওই দু’পক্ষের সমর্থকরা বিগত দিনে বেশ কয়েকবার সংঘর্ষে জড়িয়েছেন।
সম্প্রতি দু’পক্ষের মধ্যে কোন্দল বেড়েছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ বিরোধীদের সহায়তায় একদল নারী সকালে উলানিয়াতে ঝাড়ু হাতে মিছিল বের করেন। মিছিল থেকে পংকজ নাথকে হত্যা, নির্যাতন, আওয়ামী লীগ নিধনকারী ও নৌকা বিরোধী আখ্যা দিয়ে স্লোগান দেন নারীরা।
অপরদিকে ওই ঘটনার জের ধরে পংকজ নাথের পক্ষের সমর্থকরা পাতারহাট বাজারে মোটরসাইকেলে ঝাড়ু মিছিল করেছেন। মিছিলে জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতার বিরুদ্ধে স্লোগান দেন তারা।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উত্তর উলানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জামাল মোল্লা বলেন, ‘শুনেছি একদল নারী ঝাড়ু মিছিল করেছে। এর বেশিকিছু জানা নেই।
এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, দু’পক্ষের সমর্থকরা আলাদাভাবে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। তবে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। বিবাদমান দু’পক্ষের মধ্যে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে উলানিয়া এবং উপজেলা শহরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।