বরিশালে আকস্মিক অভিযানে কোচিং সেন্টার তালাবদ্ধ করলেন ম্যাজিস্ট্রেট

লেখক:
প্রকাশ: ৬ years ago

মোঃ শাহাজাদা হিরাঃ আজ ১২ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার সকাল ৭ টায় জেলা প্রশাসন বরিশাল এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল এর নেতৃত্বে বরিশাল নগরীর বগুড়া রোড এবং ফকিরবাড়ি এলাকায় সরকারি নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে কোচিং সেন্টার বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

অভিযানে বগুড়া রোড এলাকায় বেশিরভাগ কোচিং সেন্টারকে তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেলেও একটি কোচিং সেন্টারের কার্যক্রম চালু পায় ভ্রাম্যমান আদালত। এসময় শ্যাম প্রসাদ বৈরাগী, গণিত শিক্ষক, অক্সফোর্ড মিশন স্কুল কে ২০ জন শিক্ষার্থীসহ কোচিং পরিচালনা অবস্থায় পাওয়া যায়।

তখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল এর নির্দেশে সরকারি নির্দেশ অমান্য করে কোচিং কার্যক্রম চালু রাখার অপরাধে উক্ত কোচিং সেন্টারকে তালাবদ্ধ করে মন্ত্রণালয়ের নির্দেশিত সময় পর্যন্ত বন্ধ করে দেয়া হয়।

এছাড়া নগরীর ফকির বাড়ি এলাকায় মোঃ সাইদুল ইসলাম নামের এক শিক্ষককে ২৫ জন শিক্ষার্থীসহ কোচিং পরিচালনা অবস্থায় পাওয়া গেলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নির্দেশে কোচিং কার্যক্রম চালু রাখার অপরাধে উক্ত কোচিং সেন্টারকেও তালাবদ্ধ করে মন্ত্রণালয়ের নির্দেশিত সময় পর্যন্ত বন্ধ করে দেয়া হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন মেজর খান সজীবুল ইসলামসহ র‍্যাব-৮ এর সদস্যরা। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল বলেন, সরকারি নির্দেশ বাস্তবায়ন করার লক্ষ্যে এই আকস্মিক অভিযান পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে। পরে তিনি শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে সচেতনতামূলক কথা বলেন।