আজ ১০ ফেব্রুয়ারি দুপুর ২ টায় বরিশাল জিলা স্কুলের সামনে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। নগরীর বিভিন্ন স্কুল কলেজের সামনের দোকানগুলিতে সিগারেট ও তামাকজাত বিক্রয় করা হয় মর্মে জানা গেলে দোকানগুলিতে স্থানীয় থানা পুলিশ বারবার বিড়ি-সিগারেট-তামাকজাত দ্রব্য বিক্রয়, প্রদর্শন, মজুদ না করার জন্য সরকারি নির্দেশনা জানায়। তা সত্ত্বেও সরকারি নির্দেশের তোয়াক্কা না করে প্রকাশ্যে এসব দোকানে সিগারেট-গুল-তামাক বিক্রয় করার অভিযোগ পেয়ে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ,ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী অভিযান পরিচালনা করেন।
অভিযানএ আইন-শৃঙ্খলা,রক্ষায় সহযোগীতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ। বিএমপি পুলিশের নেতৃত্ব দেন সহকারী পুলিশ কমিশনার মোঃ আব্দুল হালিম।
অভিযানের সময় বরিশাল জেলা স্কুলের সামনে বিভিন্ন চায়ের দোকানে চা-বিস্কিট এর সাথে সিগারেট ও তামাকজাত দ্রব্য রাখায় বাদল তালুকদার(৩০) পিতা: ধলু তালুকদার এবং মো রফিক(৩২), পিতা: মৃত আবুল কাশেম শিকদার কে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন ইভটিজিং, স্কুল কলেজ এর সামনে বিড়ি সিগারেট বিক্রয়ের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
এবিষয়ে বিএমপির সহকারী কমিশনার আব্দুল হালিম জানান বিএমপির তৎপরতা বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে জেলা প্রশাসনের এসকল অভিযানে তাৎক্ষনিক সহযোগীতা আরো জোরদার করা হবে।