বরিশাল সিটি নির্বাচনে নতুনত্ব আঃলীগে!

লেখক:
প্রকাশ: ৭ years ago

এম.এস.আই লিমনঃ

বরিশাল সফরে আসছেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা।আগামি ফেব্রুয়ারীর ৮ তারিখ তিনি বরিশালে আসছেন বলে দলীয় সূত্রগুলো থেকে জানা গেছে। পস্তুতী সভা জেলা মহানগর আঃলীগের নেতৃবৃন্দরা ইতোপূর্বে করলেও বিপরীত আলোচনা সভার অভিযোগে ক্ষুব্দ হাইকমান্ড। এর ন্যায় গতকাল শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বরিশালে এসেছে।এছাড়াও কেন্দ্রীয় আঃলীগের যুগ্ম-সাধারন সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকও বরিশালে রয়েছে।

জানা গেছে গত পস্তুতী মূলক সভায় নেত্রীবৃন্দরা পস্তুতী সভা করলেও উপস্থিত শীর্ষক কেন্দ্রীয় এক নেতা তার বক্তব্যে কোন ধরনের গ্রীন সিগ্নাল না পেলেও পছন্দ সই প্রার্থীর নামে সাফাই গেয়েছিলেন সিটি নির্বাচনের মেয়র পদের জন্য। এমন বক্তব্যের রেকর্ড কেন্দ্রে পৌছানো হলে মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ধ হবার পূর্বে কিভাবে এমন বক্তব্য প্রদান করা হয়েছে তা নিয়ে ক্ষুব্দ রয়েছে হাইকমান্ড বলেও দলীয় সূত্র থেকে জানা গেছে।

শিল্প মন্ত্রী আমির হোসেন আমু, কেন্দ্রীয় আঃলীগের যুগ্ম-সাধারন সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক, বরিশাল জেলা আঃলীগের সহ-সভাপতি আসন্ন সিটি নির্বাচনের সম্ভাব্য দলীয় মেয়র পদ প্রার্থী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম বরিশালে একযোগে অবস্থান করায় অনুষ্ঠানে হঠাৎ পাল্টে যায় রাজনৈতিক স্রোতের ভেলা। গতকাল ভীড় জমায় বরিশাল আঃলীগ অঙ্গসংগঠনের প্রায়শদের কর্নেল(অবঃ) জাহিদ ফারুক শামীমের বাসভবনে।

গতকাল সন্ধ্যা সাতটা নাগাত বরিশাল মহানগর যুবলীগ আহবায়ক নিজামুল ইসলাম নিজাম জাহাঙ্গীর কবির নানকের বাসভবনে গিয়েও আলোচনা সৌজন্য সাক্ষাত করেছেন। এমতাবস্তায় সম্ভাব্য ধারনা করছে স্থানীয় আঃলীগ নেতৃবৃন্দ সহ জনসাধারনেরা আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামিলীগ সংগঠনের দলীয় মনোনয়ন নৌকা প্রতিক দেয়া হচ্ছে বরিশাল জেলা আঃলীগের সহ-সভাপতি কর্নেল(অবঃ) জাহিদ ফারুক শামিম কে। আগামী পর্বে চাঞ্চল্যকর তথ্য এবং সিদ্ধান্তর খবর জানতে চোখ রাখুন।