 
                                            
                                                                                            
                                        
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহর (খোকন সেরনিয়াবাত) মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের নেতাকর্মীরা। রোববার বেলা ১২টায় নগরীর আঞ্চলিক নির্বাচন কমিশনার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার হাতে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম, মহানগর যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন, অ্যাডভোকেট কেবিএস আহম্মেদ কবির এবং অ্যাডভোকেট লস্কর নুরুল হক প্রমুখ।
রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, আজ (রোববার) আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত তিনজন মেয়রপ্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোট ৯ জন।
তফসিল অনুযায়ী, আগামী ১৬ মে মনোনয়নপত্র উত্তোলন ও জমাদানের শেষ দিন। ১৮ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই। ২৫ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। পর দিন প্রতীক বরাদ্দ। ১২ জুন ভোটগ্রহণ হবে।’