বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ

লেখক:
প্রকাশ: ৬ years ago

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন সহ তিন সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ মুজিবুর রহমানকে বরিশাল সিটি কর্পোরেশন নির্বানের রির্টানিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে।  তার সাথে আরও ১০ জন জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাকে সহকারী রিটার্নিং অফিসার হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। এরমধ্যে বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন খান ও রয়েছেন। বাকীদের মধ্যে ভোলা,রাজবাড়ী,ঝালকাঠি,বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা এবং বরগুনা সদর, বাকেরগঞ্জ, লালমোহন, মঠবাড়িয়া, পিরোজপুর সদর এর উপজেলা নির্বাচন কর্মকর্তারা রয়েছেন।  আজ থেকে আনুষ্ঠানিক ভাবে সিটি কর্পোরেশন নির্বাচনের কাজ শুরু হল বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার মোঃ মুজিবুর রহমান।

প্রথম দিনেই দুই একজন সম্ভাব্য প্রার্থী মনোনয়ন পত্র নেয়ার নিয়ম কানুন জানতে উপস্থিত হন রিটার্নিং অফিসারের কার্যালয়। উল্লেখ্য,বরিশার সিটি কর্পোরেশন নির্বাচনে এবার ভোটার ২ লাখ ৪১ হাজার ৯ শ ৫৯জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ২১ হাজার ৩ শ ৩২ জন আর মহিলা ১ লাখ ২০ হাজার ৬ শ ২৭ জন।