বরিশাল সিটি করপোরেশনের ৪শ’ ৬ কোটি টাকার বাজেট ঘোষনা

লেখক:
প্রকাশ: ৭ years ago

বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। এই ঘোষনায় প্রস্তাবিত বাজেট হলো ৪০৬ কোটি ৪৫ লাখ ৮০ হাজার ২৮ টাকা। সোমবার দুপুরে নগর ভবনের তৃতীয় তলার সভাকক্ষে সিটি মেয়র আহসান হাবিব কামাল এই বাজেট ঘোষণা করেন। ২০১৭-২০১৮ অর্থবছরের ঘোষিত বাজেট গত বারের তুলনায় ৩৭ কোটি ৬৪ লাখ টাকা কম। এর আগে ২০১৬-১৭ অর্থ বছরে ৪৪৪ কোটি ১০ লাখ ৫৮ লাখ ৭৬৫ টাকার বাজেট ঘোষনা করা হয়ে ছিলো। আজকের ঘোষিত ২০১৭-১৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে গত অর্থ বছরের সংশোধিত বাজেট ধরা হয়েছে ১৫১ কোটি ৭৫ লাখ ৮৫ হাজার ৯২১ টাকা।

পাশাপাশি তিনটি খন্ডে আয় ও ব্যয়ের হিসেব সমান দেখিয়ে রাজস্ব বাজেটে ১৭১ কোটি ৭ লাখ ৮০ হাজার ২৮ টাকা এবং উন্নয়ন বাজেটে ২৩৫ কোটি ৩৮ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এ বছরের বাজেটে নতুনত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে নগরীতে ৪টি ফুট ওভার ব্রীজ নির্মাণ ও জমি অধিগ্রহনসহ তিনি অঞ্চলে তিনটি নতুন কবরস্থান, একটি শ্মশান ও একটি খ্রীষ্টান সমাধি নির্মাণ করা।। এছাড়া ধারাবাহিক উন্নয়নে সড়ক সংস্কার ও সম্প্রসারন, খাল পুনঃউদ্ধার ও পুনঃখনন, ড্রেন নির্মান, এলইডি সড়ক বাতি স্থাপন, বর্ধিত এলাকায় পানির লাইন সম্প্রসারন খাতের কথা উল্লেখ রয়েছে এই বাজেটেও।

বাজেট ঘোষান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিসি’র প্যানেল মেয়র হাজী একেএম শহিদুল্লাহ, প্যানেল মেয়র-৩ তসলিমা কালাম পলি, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওহেদুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমতিয়াজ মাহমুদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ মশিউর রহমানসহ কর্পোরেশনের সকল কাউন্সিলর, কর্মকর্তা এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ। বাজেট ঘোষণায় সিটি মেয়র বলেন, এবারের বাজেটে নতুন করে কর আরোপ করা হয়নি। তবে নগরের সমস্যা অনেক চাহিদা ব্যাপক থাকায় সুন্দর ও উন্নত নগরী গড়ার জন্য এবং নগরবাসীকে যথাযথ সেবা প্রদানের জন্য চেষ্টা চালানো হচ্ছে। তিনি বলেন, নগরীর যেসব রাস্তাঘাটে খানা খন্দের সৃষ্টি হয়েছে তা বর্ষা মৌসূম শেষ হলে সব রাস্তা চলাচলের উপযুক্ত হবে। একমাত্র বিদ্যুত সংযোগের অভাবে সারফেজ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট দুটি চালু করতে পারছেন না। এদুটি প্লান্ট চালু করা হলে চাহিদা ছাপিয়ে ৯০ লাখ লিটার বিশুদ্ধ পানি উদ্বৃত্ত থাকবে। এছাড়াও নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা, শিশুদের বিনোদনের ব্যবস্থা এবং ২৩ টি খাল উদ্ধারে তার অব্যাহত প্রচেষ্টার কথা তুলে ধরেন।