বরিশাল লঞ্চ ঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক রাখতে র‌্যাব-৮ এর মোবাইল কোর্ট পরিচালনা

লেখক:
প্রকাশ: ৬ years ago

র‌্যাব-৮, বরিশাল কর্তৃক বরিশাল লঞ্চঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক ও যাত্রীদের নিকট হতে অতিরিক্ত ভাড়া আদায় রোধকল্পে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা।

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই বিশেষ উৎসব গুলোতে মহাসড়কে যানচলাচলে ও নদী পথে ফেরি, লঞ্চ চলাচলে এবং সাধারণ যাত্রীদের নিকট হতে অতিরিক্ত ভাড়া আদায় রোধকল্পে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

গত ২২ আগষ্ট ২০১৮ তারিখে দেশব্যাপি মুসলিম ধর্মের অনুসারীরা পবিত্র ঈদ-উল-আযহা পালন করছেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পরিবারের সাথে ঈদ করতে আসা সাধারন মানুষদের নিরাপদে ও শান্তিতে ঘরে ফেরার জন্য র‌্যাব-৮. বরিশাল গত ১৭ আগষ্ট ২০১৮ তারিখ হতে মহাসড়ক গুলোতে বিশেষ টহল এর ব্যবস্থা, বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট স্থাপন, বাস টার্মিনাল গুলোতে বিশেষ নজরদারী, ফেরিঘাটের যানচলাচল স্বাভাবিক রাখতে এবং নৌ পথে বিশেষ নৌ টহল এর ব্যবস্থা করে থাকে।

এরই ধারাবাহিকতায়, গত ২৬ আগষ্ট ২০১৮ তারিখ সন্ধ্যা ০৬ঃ৩০ ঘটিকা হতে ০৮ঃ০০ ঘটিকা পর্যন্ত ঈদ পরবর্তী সময়ে সাধারন মানুষ যাতে নিরাপদে নিজ নিজ কর্মস্থলে যেতে পারে তার জন্য বরিশাল লঞ্চঘাটে র‌্যাবের বিশেষ আভিযানিক দল ও রিপন বিশ্বাস, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসক এর কার্যালয়, বরিশাল এর উপস্থিতিতে একটি বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে প্রতিটি কাউন্টারে এ বিষয়ে নিশ্চিত করা হয় যে, কোন যাত্রীর নিকট হতে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা, প্রতিটি লঞ্চ সঠিক সময়ে ছাড়া হচ্ছে কিনা, লঞ্চে অতিরিক্ত যাত্রী নেয়া হচ্ছে কিনা এবং সাধারন যাত্রীদের তাদের যাতায়াতে কোন সমস্যা হচ্ছে কিনা সে বিষয়ে তদারকি করা হয়।
র‌্যাব-৮ জানায়, বরিশালের এ ধরণের বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।