 
                                            
                                                                                            
                                        
র্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৮ বরিশালের অভিযানের দল একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১৪ই মার্চ বরগুনা জেলার সদর থানাধীন উত্তর বড় লবনগোলা গ্রামে আসামী অভিযান চালিয়ে ডাকাত দলের দুইজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে।
আটককৃতরা হলেন, বরগুনার খাজুরতলা গ্রামের মৃত নুর মোহাম্মদ হাওলাদারের ছেলে মোঃ হুমায়ন হাওলাদার বড় লবনগোলা গ্রামের রহমান গাজীর ছেলে হালিম গাজী। এসময় গ্রেপ্তারকৃত আসামিদের তল্লাশি করে তিনটি দেশীয় তৈরি এক নালা ওয়ান শ্যুটারগান এবং ১৩ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়।
আজ শুক্রবার সকালে র্যাব-৮ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানায় র্যাব-৮ এর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এডিশনাল এসপি মোহাম্মদ তাজুল ইসলাম।
এসময় তিনি আরো জানায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং তাদের অন্যান্য সহযোগীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব তৎপর রয়েছে।