বরিশাল রেঞ্জের (বিভাগ) দক্ষ অফিসারদের ক্রেস্ট প্রদান করা হয়েছে। বরিশাল পুলিশ লাইন্স ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে রেঞ্জের (বিভাগ) তৃতীয় ত্রৈমাসিক মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার দুপুরে অনুষ্ঠিত এই সভায় রেঞ্জের সকল অফিসারদের দৈনন্দিন কার্যক্রম পর্যালোচনা করে দক্ষ অফিসারদের হাতে ক্রেস্ট তুলে দেন ডিআইজি মো. শফিকুল ইসলাম।
পুরস্কারপ্রাপ্তরা হলেন- বরিশাল রেঞ্জের (বিভাগ) শ্রেষ্ঠ সহকারী পুলিশ সুপার বিভাগে বরগুনা জেলার আমতলী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আব্দুল ওয়ারেস, শ্রেষ্ঠ (ওসি) বিভাগে বরগুনা সদর থানা পুলিশের (ওসি) এসএম মাসুদুজ্জামান, শ্রেষ্ঠ ডিবি অফিসার বিভাগে পটুয়াখালী ডিবি’র এসআই (নিরস্ত্র) মো. জাফরুল হাসান, মাদকদ্রব্য ও চোরাচালান উদ্ধারে বিভাগে ভোলা সদর মডেল থানার এসআই (নিরস্ত্র) মো. শহিদুল ইসলাম ও ওয়ারেন্ট তামিলে বিভাগে বরগুনা সদর থানার এএসআই (নিরস্ত্র) মো. সোহেল খান।
এছাড়া স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং কার্যক্রমে বিভাগে পিরোজপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু শাহাদৎ মো. হাসনাইন পারভেজ এবং বিট পুলিশিং কার্যক্রমে বিভাগে পটুয়াখালী সদর থানার এসআই (নিরস্ত্র) মো. নুরুল আমিনকে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সভায় ডিআইজি মো. শফিকুল ইসলাম মাদক ব্যবসায়ীকে গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার, মাদকসেবীদের পুনর্বাসন, জঙ্গি-সন্ত্রাসী কার্যক্রম রোধ, আইন-শৃঙ্খলা রক্ষা ও পুলিশের সেবার মান বৃদ্ধি করার জন্য সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম পরিচালনার মাধ্যমে জনসম্পৃক্ততা ও জনসচেতনতা বৃদ্ধি পূর্বক অপরাধ ও অপরাধীর মূল উৎপাটনের প্রতি জোর দিতে রেঞ্জের সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্যকে নির্দেশ দিতে পুলিশ সুপারসহ সকলকে অনুরোধ করেন। এছাড়া পুলিশের সকল ইউনিটকে সমন্বিতভাবে পুলিশি কার্যক্রম করার জন্যেও অনুরোধ করেন।
সভায় রেঞ্জের (বিভাগ) ৬ জেলার পুলিশ সুপার, আরআরএফ’র কমান্ড্যান্টসহ সিআইডি, পিবিআই এবং নৌ-পুলিশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।