বরিশাল বিএম কলেজের বোটানিক্যাল গার্ডেন রক্ষার্থে শিক্ষার্থীদের মানববন্ধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

বরিশাল বিএম কলেজের বোটানিক্যাল গার্ডেনে লন টেনিস কোর্ট নির্মান বন্ধের দাবীতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ (৮ জানুয়ারি) মঙ্গলবার সকালে কলেজের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সামনে এই মানববন্ধনের আয়োজন করে সমাজতাান্ত্রিক ছাত্রফ্রন্ট।

সংগঠনের বিএম কলেজ শাখার সাধারণ সম্পাদক সাগর দাস আকাশের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাসদ জেলা শাখার সদস্য সচিব মনীষা চক্রবর্তী, জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সন্তু মিত্র প্রমূখ।

মানববন্ধনে অংশগ্রহনকারী শিক্ষার্থীরা জানান, শিক্ষার্থীদের গবেষনা কেন্দ্র বোটানিক্যাল গার্ডেনে টেনিস কোর্ট নির্মান করাটা অযৌক্তিক। এখানে বিরল প্রজাতির গাছ রয়েছে। যেটা দিয়ে শিক্ষার্থীরা নানা জ্ঞান অর্জন করতে পারবে। কিন্তু কলেজ প্রশাসন কিভাবে এখানে টেনিস কোর্ট করার অনুমতি দিল তা আমাদের বোধগম্য নয়।

শিক্ষার্থীরা এসময় এখানে টেনিস কোর্ট নির্মান বন্ধ ও বোটানিক্যাল গার্ডেনটিকে সংস্কার করার দাবী জানান।