বরিশাল বিএম কলেজে তিনদিন ব্যাপি মুক্তিযুদ্ধের বই মেলার উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৬ years ago
????????????????????????????????????

শামীম আহমেদ ॥ মুক্তিযুদ্ধের আদর্শই হোক আমাদের চেতনা এ প্রতিপ্যাদ্য নিয়ে বরিশাল সরকারী বিএম কলেজ ময়দানে বিএম কলেজ সংস্কৃতিক পরিষদের আয়োজনে তিনদিন ব্যাপি মুক্তিযুদ্ধর বই মেলার প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও সম্মানিত বীর মুক্তিযুদ্ধা মাহফুজ আলম বেগ।

আজ শনিবার সকাল সাড়ে দশটায় এ মেলার উদ্বোধন করা হয়।

এসময় বিশেষ অতিথি ছিলেন বিএম কলেজ সাবেক অধ্যক্ষ স.ম. ইমানুল হাকিম, সাবেক শিক্ষক পরিষদ সম্পাদক মোঃ আল আমিন সরোয়ার, বরিশাল সুরভী গ্রুপ লিমিটেড পরিচালক রিয়াজুল কবির,বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সাধারন সম্পাদক মিন্টু কুমার কর।

বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ শফিকুর রহমান শিকদারের সভাপতিত্বে মেলার প্রথম দিনের অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের উপর স্মৃতিচারন করেন বরিশাল বিভাগীয় সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১ সাংগঠনিক সম্পাদক প্রদিপ কুমার ঘোষ পুতুল।
এরপূর্বে প্রধান অতিথি বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও সম্মানিত অতিথি মুক্তিযুদ্ধা মাহফুজ আলম বেগসহ অন্য সকল অতিথিরা জাতীয় সংগিত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করে। পরে একই স্থানে অস্থায়ীভাবে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃর্তিতে শ্রদ্বাঞ্জলী নিবেদন করেন। একই সময় বেলুন-ফেস্টুন উড়িয়ে তিনদিন ব্যাপি মুক্তিযুদ্ধের বই মেলার আনুষ্ঠিক ভাবে উদ্বোধন করা হয়।

মেলার মাঠে ভ্রম্যমান বই স্টলসহ ১১টি স্টলে স্বাধীনতা-সংগ্রাম,মুক্তিযুদ্ধ ও জাতির জনকের রাজনৈতিক জিবনীসহ বিভিন্ন বাই স্থান পেয়েছে।
এছাড়া অনুষ্ঠানমালায় রয়েছে আলোচনা সভা,মুক্তিযুদ্ধের স্মৃতিচারন, চিত্রাংকন প্রতিযোগীতা, লেখক-পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধা ছয়টা পর্যন্ত চলবে।