“যানজট, দুর্ঘটনা ও জলাবদ্ধতা থেকে বরিশালবাসীকে রক্ষা করো” এই শ্লোগান নিয়ে ৭ দফা দাবীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ এবং জেলা প্রশাসক, মেয়র বরাবর স্মারকলিপি পেশ করেন বাসদ জেলা কমিটির নেতৃবৃন্ধরা।
আজ রবিবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের বরিশাল জেলার প্রধান সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তীর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য দুলাল মল্লিক, বিজন শিকদার, বরিশালের সাধারণ নাগরিক সমাজের (বসানাস) আহ্বায়ক কাজী মিজানুর রহমানসহ অনন্যরা।
এসময় বক্তরা বরিশালে গড়িয়ার পাড় থেকে রূপাতলী বাইপাস সড়ক নির্মাণ, সকল মহাসড়কে থ্রি হুইলারের জন্য সার্ভিস রোড নির্মাণ, দুর্ঘটনা প্রতিরোধে চৌমাথাসহ সকল মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ, জলাবদ্ধতা নিরসনে সকল খাল পুনরুদ্ধার ও ড্রেন সংস্কার করা সহ ৭ দফা দাবি তুলে ধরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে জেলা প্রশাসক ও মেয়র বরাবর স্মারকলিপি পেশ করেন।