 
                                            
                                                                                            
                                        
বরিশাল নগরীর ব্যস্ততম এলাকায় গির্জা মহল্লায় ঘুরে বেড়ানো একটি মুখপোড়া হনুমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জখম হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার দুপুরে গির্জা মহল্লায় ঘুরে বেড়ানো একটি মুখপোড়া হনুমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে কাতরাচ্ছিল। এ ঘটনাটি পথচারীদের নজরে আসার সঙ্গে সঙ্গে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দেন তারা।
খবর পেয়ে তাৎক্ষণিক ছুটে এসে হনুমানটিকে প্রাথমিক চিকিৎসা দেয় বরিশাল অ্যানিমেল কেয়ার টিমের সদস্যরা। এরপর পশু চিকিৎসার ভ্রাম্যমাণ গাড়িতে করে হনুমানটিকে নিয়ে যাওয়া হয় বরিশাল সদর উপজেলা পশু হাসপাতালে। সপ্তাহখানেক চিকিৎসাধীন থাকলে হনুমানটি সুস্থ হয়ে যাবে বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসক ডা. সুব্রত সিকদার।
ডা. সুব্রত সিকদার ও শিক্ষানবিশ ডা. অভিজিত মণ্ডল বলেন, আমাদের তত্ত্বাবধানে হনুমানটির চিকিৎসা চলছে। পুরোপুরি সুস্থ হতে আরও এক সপ্তাহ সময় লাগবে।