বরিশাল নগরীতে কোন র্যালি,আলোচনা সভা ও সিম্পোজিয়াম নয় একটু ভিন্ন আঙ্গিকে একান্ত পারিবারিক নারী সদস্যদের সাথে নিয়ে ঘড়োয়া পরিবেশে আন্তর্জাতিক নারী দিবস পালিন করেছে প্রভাষক শিখা রানী সাহা।
শুক্রবার (৮) মার্চ নগরীর সদররোড অনামিলেনস্থ নীলাচল নিবাশে বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের প্রভাষক শিখা রানী সাহা দুপুরে কেক কেটে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করে। এসময় শিখা রানী সাহার সকল পরিবারের শিশু থেকে শুরু করে সকল মহিলা সদস্যরা কেক কাটায় অংশ গ্রহন করে।