সাত দিনের কঠোর লকডাউনের প্রথম দিন বরিশালে যথার্থভাবে মানা হচ্ছে। তবে কিছু কিছু যায়গায় উল্টো চিত্র।
নগরীর বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে মানুষকে রাস্তায় আসতে। বুধবার ভোর থেকেই জরুরী প্রয়োজন ব্যতীত কাউকে রাস্তায় নামতে দিচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জরুরী পরিসেবা ব্যতীত বন্ধ রয়েছে সব ধরণের বিপনি বিতান ও গণপরিবহন চলাচল।
এদিকে যাদের একান্ত প্রয়োজন এমন ধরণের মানুষদের গন্তব্যে পায়ে হেঁটে পৌঁছতে হচ্ছে। জরুরী চিকিৎসা সেবা নিতেও পায়ে হেঁটেই আসতে হচ্ছে।
লকডাইন নিয়ে কোতোয়ালী মডের থানার অফিসার ইনচার্জ মো. নুরুল ইসলাম বলেন, তারা করোনার ভয়াবহতায় সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠে কাজ করছেন।
মানুষ যাতে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হয়, সেদিকে পুলিশ লক্ষ্য রাখছে। যাদেরই সন্দেহ করা হচ্ছে, তাদের আন্তরিকতার সাথে বুঝিয়ে ঘরে ফিরিয়ে দেওয়া হচ্ছে।