নিজ নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি আঙ্গিনা, সবাই মিলে সুস্থ থাকি মশক নিধনে কাজ করি’ এই স্লোগান নিয়ে আজ ৫ আগস্ট সকাল ১১ টায়। বাড়িয়া আল-আমিন কামিল মাদরাসা ২৯ নং ওয়ার্ড বিসিসি বরিশাল এর আয়োজনে মাদরাসা কম্পাউন্ডে। ডেঙ্গু, যৌনহয়রানী, গুজব, মাদক, জঙ্গীবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক বরিশাল জেলার মাদরাসা অধ্যক্ষ ও সুপারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন, অধ্যক্ষ মোহাম্মদ আবদুর রব। বিশেষ অতিথি ছিলেন সহসভাপতি বরিশাল জেলা আওয়ামীলীগ বরিশাল, মোহাম্মদ হোসেন চৌধুরী, জেলা শিক্ষা অফিসার বরিশাল, মোঃ আনোয়ার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার বরিশাল সদর, নাসরিন জোবায়দা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহানগর আওয়ামিলীগ বরিশাল, ইঞ্জিনিয়ার বাদশাসহ বীর মুক্তিযোদ্ধা, সুধিজন এবং বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষ অফিসার বৃন্দরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বরিশাল মতবিনিময় সভায় যৌনহয়রানী, গুজব, মাদক, জঙ্গীবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার মাধ্যমে পরিস্কার-পরিচ্ছনতা অভিযানের পাশাপাশি মশক নিধনে ঔষধ প্রয়োগ করার আহবান জানান। আগামী ৭ আগস্ট, বুধবার সকাল ১০ টায় বিএনসিসি, স্কাউটস, রোভার স্কাউটস, গার্লস গাইড, এনজিও প্রতিনিধি, রাজনৈতিক সংগঠন, জন প্রতিনিধিসহ সকল শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে বরিশাল সিটি কর্পোরেশন এলাকার ৩০ টি ওয়ার্ড, বরিশাল জেলার প্রত্যেকটি পৌরসভা, ইউনিয়ন পরিষদ সহ সমগ্র জেলাব্যাপি একযোগে পরিষ্কার-পরিচ্ছনতা ও মশক নিধন কার্যক্রম পরিচালনার কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন। উক্ত কার্যক্রমে সক্রিয়ভাবে ভাবে অংশগ্রহণ করার জন্য জেলা প্রশাসন বরিশাল এর পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করেন পাশাপাশি যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিত্যক্ত ভূমি বা স্থাপনা এডিস মশা বিস্তারের উপযোগী পরিবেশ থাকবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয়।