বরিশাল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট নিস্পত্তিকারী সাব-ইন্সপেক্টার নির্বাচিত হলেন মো.জসিম উদ্দিন

লেখক:
প্রকাশ: ২ years ago

বরিশাল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট নিস্পত্তিকারী সাব-ইন্সপেক্টার সম্মাননা পেলেন উজিরপুর মডেল থানার এস আই মো.জসিম উদ্দীন। বৃহস্পতিবার (১৪ জুলাই ) সকাল ১১টার দিকে বরিশাল জেলা পুলিশের উদ্যোগে।

পুলিশ সুপারের কার্যালয় এর হলরুমে পুলিশ সুপার সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মো.মারুফ হোসেন (পিপিএম) এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ারেন্ট নিস্পত্তিকারী সাব-ইন্সপেক্টার ও মাসিক অপরাধ সভায় ২০২২ সালের জুলাই মাসের মামলা তদন্ত ও ওয়ারেন্ট নিস্পত্তিকারী সহ সকল বিষয় বিবেচনায় জেলা শ্রেষ্ঠ ওয়ারেন্ট নিস্পত্তিকারী সাব-ইন্সপেক্টর পুরস্কার দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার মো.শাজাহান হোসেন, সহকারী পুলিশ সুপার(উজিরপুর সার্কেল) আবু জাফর মোঃ রহমত উল্লাহ,ওসি (তদন্ত) মো.মমিন উদ্দীনসহ বরিশাল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এস আই জসিম উদ্দিন বলেন, বরিশাল জেলা পুলিশ সুপার মো.মারুফ হোসেন (পিপিএম) স্যারের দিক নির্দেশনায় এবং উজিরপুর মডেল থানার সকল পুলিশ সদস্যদের সহযোগিতায় এই অর্জন সম্ভব হয়েছে। এস আই মো.জসিম উদ্দীন ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের মুরাদ ছবুল্লাহ গ্রামের মো.নরুল ইসলাম এর সুযোগ্য সন্তান।