বরিশাল জেলা প্রশাসকের একুশের প্রভাত ফেরী ও অন্যান্য কর্মসূচি

লেখক:
প্রকাশ: ৫ years ago

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল ২১ ফেব্রুয়ারি সকাল ৮ টার দিকে বরিশাল সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত শহিদ মিনার উদ্বোধন, আলোচনা সভা চিত্রাংকন, রচনা প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেখানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

অনুষানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় বরিশালে মাহবুবা হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ আনোয়ার হোসেন, নির্বাহী প্রকৌশলী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বরিশাল মোঃ জাহাঙ্গীর আলম, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরীসহ শিক্ষক-শিক্ষার্থী অভিভাবক বৃন্দরা উপস্থিত ছিলেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পরে এই প্রথম নির্মিত হলো শহীদ মিনার। জেলা প্রশাসক বরিশালের একান্ত প্রচেষ্টায় এবং শিক্ষা প্রকৌশল এর সহযোগিতায় মাত্র ৩৬ দিনে নির্মান কাজ শেষ হয়েছে।

আজ একুশের সকালে জেলা প্রশাসক ও অন্যান্য অতিথিদের পাশাপাশি শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে নবনির্মিত শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পন করার মধ্য দিয়ে শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল। পরে সেখানে সংক্ষিপ্ত এক আলোচনা সভা শেষ মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিকে সকাল ১০ টার দিকে অমৃত লাল দে কলেজে শিক্ষক শিক্ষার্থীদের সাথে নিয়ে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

এসময় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক বৃন্দরা। পরে সকাল ১১ টার দিকে, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ উপলক্ষে জেলা প্রশাসন বরিশালের উদ্যোগে। সিভিল সার্জন বরিশাল এর আয়োজনে, রাহাত আনোয়ার হাসপাতাল বরিশাল এর সহযোগিতা সার্কিট হাউজ বরিশালের প্রাঙ্গনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন বরিশাল ডাঃ মনোয়ার হোসেন, পরিচালক রাহাত আনোয়ার হাসপাতাল ডাঃ আনোয়ার হোসেন, ব্যবস্থাপনা পরিচালক রাহাত আনোয়ার হাসপাতাল, শারমিন আনোয়ার, এডভোকেট লস্কর নুরুল হুদা, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এদিকে বিকেল ৪ টায় কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা শিশু একাডেমির আয়োজনে জেলা প্রশাসন বরিশালের সহযোগিতায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, দেশাত্মবোধক সংগীত প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এসময় উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বরিশাল পঙ্কজ রায় চৌধুরীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। সেখানে চিত্রাংকন প্রতিযোগিতা ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে অশ্বিনী কুমার হলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।