বরিশাল জেলা পর্যায়ের জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২০ অনুষ্ঠিত।

লেখক:
প্রকাশ: ৫ years ago

আজ ১২ জানুয়ারি রবিবার বিকাল ৪ টায় বাংলাদেশ শিশু একাডেমির অয়োজনে, জেলা প্রশাসন বরিশালের সহযোগিতায়। বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২০ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয় কর্মকর্তা বরিশাল পঙ্কজ রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, প্রধান শিক্ষক বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাহবুবা হোসেনসহ বরিশাল জেলার দশটি উপজেলা থেকে আগত অংশগ্রহণকারী প্রতিযোগীরা তাদের অভিভাবক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সকাল থেকে চলমান প্রতিযোগিতায় উপজেলা থেকে আগত অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বিভিন্ন গ্রুপে প্রতিযোগিতার বিষয় গুলো ছিল, নিত্য, চিত্রাঙ্কন, কুটির শিল্প, মাটির কাজ, বিজ্ঞান যন্ত্র, বঙ্গবন্ধুকে জানো, বাংলাদেশকে জানো, কেরাত, সংগীত, আবৃতি, উপস্থিত অভিনয়, ধারাবাহিক গল্প বলা, উপস্থিত বক্তৃতা, ক্রীড়া প্রতিযোগিতা, সাঁতার, যন্ত্রসংগীত ইত্যাদি। শুরুতে অতিথিরা জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২০ এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। পর্যায়ক্রমে জেলা পর্যায়ে থেকে বিজয়ীরা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবেন পরে বিভাগীয় পর্যায়ের বিজয়ীরা জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।