 
                                            
                                                                                            
                                        
শামীম আহমেদ ॥ বরিশাল নগরীর বেলতলা খেয়াঘাট সংলগ্ন কীর্তনখোলা নদী থেকে ৩০ বছরের অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ রোববার (১০ মে) বিকেল সোয়া ৫ টার দিকে নদীতে মাছধরারত জেলেরা মরদেহটি দেখতে পেয়ে থানা পুলিশকে সংবাদ দেয়।
কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পেরণ করেন।
বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিমুল করিম জানান, মাছ ধরার সময় স্থানীয় জেলেদের জালে মরদেহটি আটকা পরার কারনে সেটি ভেসে ওঠে। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
প্যান্ট ও টি শার্ট পরিহিতো ৩০ বছরের এক যুবকের মরদেহ হলেও তার কোন পরিচয় জানাযায়নি।